নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): এমএসপি প্যানেল গঠনে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। শুক্রবার রাজ্যসভায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেছেন, ৫ রাজ্যে ভোটের পরই এমএসপি নিয়ে কমিটির ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। তোমর বলেছেন, “নূন্যতম সমর্থন মূল্য নিয়ে প্যানেল গঠনে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ, নির্বাচন কমিশন ভোট শেষ হলেই সেই ঘোষণা করা যাবে।”
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে তিনটি কৃষি আইন বাতিলের সময় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, কৃষকদের দাবি ও এমএসপি নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এদিন প্রশ্নত্তোর পর্বে লিখিত জবাবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তোমর জানিয়েছেন, “গোটা দেশ জানে শস্য বহুমুখীকরণ, প্রাকৃতিক চাষ এবং এমএসপি কার্যকর ও স্বচ্ছ করতে একটি কমিটি গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ঘোষণায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি মন্ত্রকের বিবেচনাধীন রয়েছে।” তোমর আরও জানিয়েছেন, ৫ রাজ্যে ভোট শেষ হলেই এমএসপি নিয়ে কমিটির ঘোষণা করা হবে।