ইসলামাবাদ, ৪ ফেব্রুয়ারি (হি.স.): অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না পাকিস্তানের পেসার মহম্মদ হাসনাইন। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ বোলিং অ্যাকশনের কারণে পাকিস্তানি পেসার মহাম্মদ হাসনাইনকে বোলিং থেকে বরখাস্ত করা হয়েছে। আইসিসি জানিয়েছে, অবৈধ বোলিং অ্যাকশনের কারণে পাকিস্তানের পেসার মহম্মদ হাসনাইনকে সাসপেন্ড করা হয়েছে।
হাসনাইনের বোলিং অ্যাকশন পরীক্ষা করার পর পিসিবির দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ‘পিসিবি হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হাসনাইনের কনুই বল করার সময় ১৫ ডিগ্রির বেশি ভেঙে যায়।’ আইসিসির নিয়ম অনুযায়ী যা অবৈধ। এই রিপোর্ট পাওয়ার পরেই পাকিস্তানের বোলিং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় তারা। তবে শুধু শাস্তি দেওয়া নয়, পাকিস্তানের ফাস্ট বোলারের পাশে থাকার অঙ্গীকার করেছে সে দেশের ক্রিকেট বোর্ড।
পিসিবির দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, ”পাকিস্তান ক্রিকেট বোর্ড বোলিং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন এবং দেখেছেন হাসনাইনের বিষয়টি সমাধান করা যেতে পারে। সেই কারণে পিসিবি একজন বোলিং পরামর্শদাতা নিয়োগ করবে। তাঁর কাজ হবে হাসনাইনের বোলিং অ্যাকশন ঠিক করা।” শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট নয় মহম্মদ হাসনাইনকে পাকিস্তান সুপার লিগ থেকেও বরখাস্ত করা হয়েছে। তিনি পিএসএল-এ খেলতে পারবেন না বরং এই সময়টা হাসনাইন নিজের বোলিং অ্যাকশন ঠিক করার জন্য কাজে লাগান এমনটাই চাইছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।