কলকাতা, ২৫ জানুয়ারি (হি.স.): রাজ্য সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনেই রাজ্যপাল বলেছেন, পশ্চিমবঙ্গে বিপদের মুখে গণতন্ত্র। ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গও উত্থাপন করেছেন রাজ্যপাল। মঙ্গলবার বিধাসভায় দাঁড়িয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হন রাজ্যপাল। গুরুতর অভিযোগ করে রাজ্যপাল বলেছেন, জনগণের টাকা রাজনৈতিক কারণে খরচ করা হচ্ছে। ৪৫ দিনে কীভাবে মা ক্যান্টিন শুরু হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। প্রশ্ন তুলেছেন উপাচার্য নিয়োগ নিয়েও।
বিধানসভায় সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল বলেছেন, “বাংলায় আইনের শাসন নেই। শাসকের আইন। পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত ভয়াবহ।…পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।” রাজ্যের অফিসারদের সংবিধান মেনে কাজ করার পরামর্শও দিয়েছেন রাজ্যপাল। বিরোধীদের সঙ্গে শাসক দল খারাপ ব্যবহার করছেন বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যপালের কথায়, পশ্চিমবঙ্গে ভোটারদের স্বাধীনতা নেই। এই রাজ্যের অবস্থা শোচনীয়। গণতন্ত্রে ভোটার সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। রাজ্যপালকে অপমান করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন জগদীপ ধনকর।