নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): নতুন ভারত নতুনত্ব থেকে পিছপা হয় না, সাহস ও দৃঢ়প্রত্যয়ই বর্তমান ভারতের পরিচয়। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রাপকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন, “আপনাদের সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগছে। আপনাদের অভিজ্ঞতা সম্পর্কেও জানতে পারলাম। তরুণ বন্ধুরা আপনাদের পাওয়া পুরস্কার একটি বিশেষ কারণে বিশেষ, দেশ বর্তমানে স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপন করছে। এই গুরুত্বপূর্ণ সময়ে আপনারা এই পুরস্কার পেয়েছেন।” সকলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “এই পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের অনেক দায়িত্বও বাড়ল। এখন থেকে বন্ধুবান্ধব, পরিবার ও সমাজের সকলের আপনাদের কাছে থেকে প্রত্যাশাও বেড়েছে। এই প্রত্যাশা থেকে অনুপ্রেরণা নিতে হবে।”
প্রধানমন্ত্রী বলেছেন, “স্বাধীনতার ৭৫ তম বছর আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ, এই সময়টি অতীত নিয়ে গর্ব করার ও শক্তি অর্জন করার। এই সময় বর্তমান সংকল্পগুলি পূরণ করার, ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখার, নতুন লক্ষ্য নির্ধারণ করার এবং সেই লক্ষ্য অর্জনে এগিয়ে চলার।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “যে সমস্ত ক্ষেত্রে মেয়েদের আগে অনুমতি ছিল না, তাঁরা এখন বিস্ময়কর কাজ করছেন। এটাই তো সেই নতুন ভারত, যা নতুনত্ব থেকে পিছপা হয় না, সাহস ও দৃঢ়প্রত্যয়ই বর্তমান ভারতের পরিচয়।” নতুন জাতীয় শিক্ষানীতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, “নতুন জাতীয় শিক্ষানীতিতে স্থানীয় ভাষায় শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। এর ফলে পড়াশোনা আরও সহজ হবে। শিক্ষানীতিতে বিশেষ বিধান রাখা হয়েছে যাতে আপনি আপনার পছন্দের বিষয়ে পড়তে পারেন।”

