মুম্বই, ২০ জানুয়ারি (হি.স.): আগামী ২৪ জানুয়ারি, সোমবার থেকে মহারাষ্ট্রে ফের খুলছে স্কুল। সোমবার থেকে মহারাষ্ট্রের স্কুলে শুরু হবে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন। স্কুল খোলার বিষয়ে অনুমতিও দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা গায়কওয়াড় জানিয়েছেন, স্কুলগুলিতে মেনে চলতে হবে কঠোর কোভিড-বিধি। মাস্ক বাধ্যতামূলক, স্যানিটাইজেশনের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে।
মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা গায়কওয়াড় বৃহস্পতিবার জানিয়েছেন, ২৪ জানুয়ারি থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য আমরা পুনরায় স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্ষা আরও জানিয়েছেন, ২৪ জানুয়ারি থেকেই প্রাথমিক স্কুল খোলারও সিদ্ধান্ত নিয়েছি আমরা।

