উত্তরাখণ্ড ভোটে ৫৯ প্রার্থীর তালিকা প্রকাশ বিজেপির, খাতিমা থেকে লড়বেন পুষ্কর

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের জন্য ৫৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করল বিজেপি। উত্তরাখণ্ড বিধানসভার মোট আসন সংখ্যা ৭০, তার মধ্যে বৃহস্পতিবার মোট ৫৯ জন প্রার্থীর নামের তালিকা ঘোষণা করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি লড়বেন খাতিমা আসন থেকে।

এদিন প্রার্থী তালিকা ঘোষণা করার পর কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশি বলেছেন, “ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা করেছিলেন। কংগ্রেস ও অন্যান্য দল তখনও উত্তরাখণ্ড গঠনের বিরোধিতা করেছিল। ইউপিএ শাসনকালে উত্তরাখণ্ডের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করা হয়েছিল।” জোশি আরও বলেছেন, “বিগত ৫ বছর ধরে উত্তরাখণ্ডে বিকাশ হচ্ছে। দেশের সুরক্ষায় উত্তরাখণ্ডের বিরাট অবদান রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার উত্তরাখণ্ডে সামরিক ধাম প্রতিষ্ঠারও কল্পনা করেছে।”

উল্লেখযোগ্য আসনগুলির মধ্যে-উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি লড়বেন খাতিমা আসন থেকে। যমুনোত্রী আসনের প্রার্থী করা হয়েছে কেদার সিং রাওয়াতকে, গঙ্গোত্রীতে সুরেশ চৌহান, বদ্রীনাথে মাহেন্দ্র ভাট, রুদ্রপ্রয়াগে বিজেপির প্রার্থী হলেন ভরত সিং চৌধুরী, দেহরাদূন ক্যান্টনমেন্টে সবিতা কাপুর, মুসৌরিতে গণেশ জোশি, ঋষিকেশে প্রেমচাঁদ আগরওয়াল, হরিদ্বার গ্রামীণে স্বামী যতীস্বরানন্দ, আলমোরায় কৈলাশ শর্মা, নৈনিতালে সরিতা আর্য প্রভৃতি। মোট ৫৯ জন প্রার্থীর নামের তালিকা এদিন ঘোষণা করা হয়েছে।