জয়পুর, ১৯ জানুয়ারি (হি.স.): রাজস্থানের ঢোলপুর জেলায় বাস ও অটো রিক্সার সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন, দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। বুধবার সকালে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ঢোলপুর থেকে জয়পুর অভিমুখে যাচ্ছিল বাসটি, কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবে অটো রিক্সায় ধাক্কা মারে বাসটি।
স্টেশন হাউস অফিসার (সদর) দীপক বাঞ্জারা জানিয়েছেন, মৃতরা হলেন অটো রিক্সার চালক রাজেন্দ্র (২৫), তাঁর বাবা রতন সিং (৫০) ও বালো (৩৫) নামে একজন যাত্রী। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

