নয়াদিল্লি ও দেহরাদূন, ১৭ জানুয়ারি (হি.স.): বিজেপি থেকে বহিষ্কৃত হয়ে কেঁদেই ফেললেন উত্তরাখণ্ডের মন্ত্রী হরক সিং রাওয়াত। বিজেপি থেকে বহিষ্কৃত হয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেগেছেন এই নেতা। বলেছেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁরা (বিজেপি নেতৃত্ব) আমার সঙ্গে একবারও কথা বলেনি। একইসঙ্গে দাবি করেছেন, উত্তরাখণ্ডে এবার কংগ্রেসই জিতবে। তিনি কংগ্রেসের হয়ে কাজ করবেন। বিজেপির উত্তরাখণ্ডের মন্ত্রী হরক সিং রাওয়াতকে কেন বহিষ্কার করা হয়েছে, সে বিষয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোমবার ধামি বলেছেন, “পরিবারের সদস্যদের জন্য টিকিট চেয়ে দলের মধ্যে চাপ সৃষ্টি করছিলেন তিনি, কিন্তু আমাদের নীতি ভিন্ন। নির্বাচনের জন্য পরিবারের একজন সদস্যকেই টিকিট দেওয়া হবে।”
এদিন ভারাক্রান্ত মনে হরক সিং রাওয়াত বলেছেন, উত্তরাখণ্ডে কংগ্রেসই সরকার গঠন করবে। আমি কংগ্রেসের জন্য কাজ করব। তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি আমাকে দিল্লিতে ডেকেছিলেন, যেতে একটু দেরি হয়। তাঁর সঙ্গে ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আমি দেখা করতে চেয়েছিলাম। কিন্তু, দিল্লিতে পৌঁছনোর পর আমি সামাজিক মাধ্যম মারফত জানতে পারি দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। বিজেপি থেকে বহিষ্কৃত হয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন হরক সিং রাওয়াত। বলেছেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁরা (বিজেপি নেতৃত্ব) আমার সঙ্গে একবারও কথা বলেনি। মন্ত্রী হওয়ার ইচ্ছে নেই আমার, আমি শুধু কাজ করতে চেয়েছিলাম।”

