Clash : প্রকাশ্যে পশু হত্যার প্রতিবাদকে কেন্দ্র করে সোনামুড়ায় বিএসএফ-জনতার সংঘর্ঘে জওয়ানসহ গুরুতর আহত চার

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৬ জানুয়ারি৷৷ সোনামুড়া মতিনগর এলাকায় প্রকাশ্যে পশু হত্যাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের সঙ্গে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে মতিনগর সহ পার্শবর্তী এলাকা গুলোতে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


ঘটনার বিবরণে জানা যায় মতি নগর এলাকায় একটি গবাদী পশু হত্যা করা হয়৷ এলাকায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা গো হত্যার বিষয়ে জানতে চাইলে স্থানীয় সংখ্যালঘু অংশের জনগণের সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডা হয়৷ গরুটি কোথা থেকে এনে হত্যা করা হয়েছে এই কথা জিজ্ঞাসা করতে গিয়ে হামলার মুখে বিএসএফ জওয়ানেরা৷


হামলায় গুরুতর আহত এক বিএসএফ জওয়ান৷ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে বিএসএফ জওয়ানদের কে শূন্যে গুলি চালাতে হয়েছে৷ শুধু তাই নয় মৃদু লাঠি চার্জ করতে হয়েছে৷ বিএসএফের লাঠিচার্জের ফলে অল্পবিস্তর আহত তিনজন হামলাকারী৷ তাতে উত্তেজিত হয়ে এলাকার লোকজন পথ অবরোধের শামিল হয়৷


পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে থাকে৷ ঘটনার খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ এবং প্রশাসনের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান৷ তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কোনক্রমে আয়ত্তে আনে বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে ফের যেকোনো সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানা গেছে৷