উত্তর প্রদেশে ফের ধাক্কা খেল বিজেপি, প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা মুকেশ বর্মার

লখনউ, ১৩ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের বড়সড় ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এবার বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন বিজেপি বিধায়ক মুকেশ বর্মা। মুকেশ বর্মা উত্তর প্রদেশের ফিরোজাবাদের শিকোহাবাদের বিজেপি বিধায়ক। নিজেকে স্বামী প্রসাদ মৌর্যের অনুগামী আখ্যা দিয়েছেন তিনি। সূত্রের খবর, তিনি ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকেও। মুকেশ হলেন উত্তর প্রদেশের সপ্তম বিধায়ক যিনি বিগত তিন দিনের মধ্যে ইস্তফা দিয়েছেন।

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের এক মাসেরও কম সময় বাকি, এমতাবস্থায় একের পর এক ধাক্কা খাচ্ছে বিজেপি। বিগত তিনদিনে স্বামী প্রসাদ মৌর্য এবং আরও ৪ জন বিজেপি ছেড়েছেন। সেই তালিকায় এবার অনগ্রসর শ্রেণীর নেতা মুকেশ বর্মার নাম যুক্ত হল। বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর মুকেশ বর্মা জানিয়েছেন, “স্বামী প্রসাদ মৌর্য আমাদের নেতা। তিনি যে সিদ্ধান্ত নেবেন আমরা তা মেনে নেব। আগামী কয়েকদিনে আরও অনেক নেতা আমাদের সঙ্গে যোগ দেবেন।” বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মুকেশ বর্মা বলেছেন, “কেউ আমাদের কথা শোনে না।”