কলকাতা, ১২ জানুয়ারি (হি. স.) : গঙ্গাসাগর মেলায় করোনা বিধি মানতে নেওয়া হচ্ছে হরেক ব্যবস্থা। দেশের বিভিন্ন প্রান্ত এমনকি রাজ্যের নানা জায়গা থেকেই পুণ্যার্থীদের ভিড় উপচে পড়বে গঙ্গাসাগরে।
মেলায় আসা পুণ্যার্থীদের করোনা পরীক্ষার জন্য কাকদ্বীপের ৮ নম্বর লটে তিনটি কিয়স্ক করা হয়েছে। একই সঙ্গে করোনা পরীক্ষার ব্যবস্থা থাকছে কাকদ্বীপ স্টেশন, নামখানা স্টেশন ও বাসস্ট্যান্ডে। সেখানে যে নমুনা সংগ্রহ করা হচ্ছে, তা নিয়ে আসা হচ্ছে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে।
গঙ্গাসাগরের সমুদ্রতটকে এবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। দেওয়া হয়েছে প্রায় ৫১ কিলোমিটার দীর্ঘ লোহার ব্যারিকেড। একসঙ্গে পঞ্চাশ জনের বেশী পুণ্যার্থীকে স্নান করতে নামতে দেওয়া হচ্ছে না। মেলায় করোনা পরীক্ষার জন্য যেমন থাকছে ‘টেস্টিং অন হুইল’ পরিষেবা তেমনি পূণ্যার্থী থেকে তীর্থযাত্রীরা যাতে বিনামূল্যে টিকা নিতে পারেন তার জন্য থাকছে ‘ভ্যাকসিনেশন অন হুইল’ পরিষেবাও।
মেলায় এসে কেউ অসুস্থ হয়ে পড়লে বা কোভিডে আক্রান্ত বলে চিহ্নিত হলে দ্রুত তাঁকে কলকাতায় নিয়ে আসা হবে চিকিৎসার জন্য। এর জন্য থাকছে ‘এয়ার অ্যাম্বুল্যান্স হেলিকপ্টার’ ও ‘ওয়াটার অ্যাম্বুল্যান্স’। মেলায় বিধি মানার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে মেনে চলা হয় তার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা চিঠি দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথনকে।

