পণ্যবাহী গাড়িতে আগুন, পুড়ে ছাই

উদয়পুর, ১১ জানুয়ারি : নাশকতার আগুনে পুড়ল একটি পণ্যবাহী লরি। ঘটনা উদয়পুরের টেপানিয়া এলাকায়। জানা গেছে, টেপানিয়া এলাকায় পণ্যবাহী লরি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। রাতের অন্ধকারে দুস্কৃতিকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। লরিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। কিন্তু এর মধ্যেই অধিকাংশ পণ্য পুড়ে ছাই হয়ে যায়।


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাধাকিশোরপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এটি নাশকতামূলক অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।