শিলাছড়িতে জুয়ার আসরে দুই জুয়ারী আটক

শিলাছড়ি, ৭ জানুয়ারি : রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের বাজার হাটে জুয়ার আসর ক্রমশ বাড়ছে। জুয়ার কবলে পড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। এই সর্বনাশা জুয়ার কবল থেকে রক্ষার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট পরিবারের লোকজনরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। শিলাছড়ি বাজারে পুলিশ হানা দিয়ে জুয়া খেলার সামগ্রী সহ দুই জুয়াড়িকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছে। আটক দুই জুয়ারী হল নিশু মগ  এবং চার্লো মগ। তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ। জানা গেছে, শিলাছড়ি বাজারসহ প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলিতে প্রতিনিয়ত সাপ্তাহিক হাটে জুয়ার আসর বসে। জুয়ার আসরে দিনমজুরসহ সাধারণ মানুষ সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হচ্ছে।