পৃথক স্থানে অগ্নিকান্ডে ভস্মীভূত ৩টি দোকান

উদয়পুর/বিলোনিয়া, ৭ জানুয়ারি : মন্দির নগরী উদয়পুরের টেপানিয়া ব্লক সংলগ্ন বাজার এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার চিত্রা অফিস বাজারে শুক্রবার সকালে পৃথক অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। অপর একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।


ঘটনার বিবরণে জানা গেছে, উদয়পুরের টেপানিয়া ব্লক  সংলগ্ন বাজারে শুক্রবার সকালে প্রাতঃভ্রমণকারিরা দোকানের ভেতর থেকে ধোয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে প্রাতঃভ্রমণকারীরা দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। শাটার লাগানো দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে দমকল বাহিনীর জওয়ানরা শাটার ভেঙে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে দোকানের ভিতরে যাবতীয় জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে যায়। পাশাপাশি দুটি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, দমকল বাহিনীর কর্মীরা ছুটে আসায় পার্শ্ববর্তী অন্যান্য দোকানপাট রক্ষা করা সম্ভব হয়েছে।


এদিকে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার চিত্তামারা অফিস টিলা বাজারের একটি মিষ্টির দোকানে শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে মিষ্টির দোকানটি সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে যায়। পার্শ্ববর্তী আরো একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকান মালিক অনিল পাল জানিয়েছেন, স্টোভ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। মিষ্টির দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই লক্ষাধিক টাকা বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সঙ্গেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন আয়ত্তে আনতে সক্ষম হন। ফলে আরো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে গোটা এলাকা। মিষ্টির দোকানের মালিকের অসাবধানতার কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।