পঞ্জাবের পাটিয়ালায় খালে গাড়ি পড়ে গিয়ে মৃত দুই মহিলা, নিখোঁজ কয়েকজন

পাটিয়ালা, ৩ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের পাটিয়ালায় খালে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু হল দু’জন মহিলার। দুই মহিলার দেহ উদ্ধার হলেও, ওই গাড়ির ভিতরে থাকা কয়েকজন যাত্রীর দেহ উদ্ধার হয়নি। রবিবার রাতে পাস্সিয়ানা থানা এলাকায় ভাকরা খালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় গাড়িটি। মৃতদের নাম-নীলম রানি ও শিক্ষা গর্গ। বাকিদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

পাস্সিয়ানা থানার স্টেশন হাউস অফিসার অঙ্কুরদীপ সিং জানিয়েছেন, রবিবার রাতে আমরা খবর পাই। তৎক্ষণাৎ উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। কিন্তু, খারাপ আবহাওয়া ও রাতের অন্ধকারের কারণে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। সকালে উদ্ধারকাজ শুরু হয়, সুইফ্ট গাড়ি থেকে দুই মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের বাড়ি ভাটিন্ডা জেলার রামপুরা ফুলে। হরিয়ানার পাঁচকুলা জেলায় মনসাদেবী মন্দিরে পুজো দেওয়ার পর রবিবার রাতে তাঁরা বাড়ি ফিরছিলেন। গাড়িতে কতজন ছিলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি।