আগরতলা, ৩ জানুয়ারি (হি. স.) : বহু প্রতিক্ষিত এমবিবি বিমানবন্দরের নব নির্মিত টার্মিনাল ভবনের উদ্বোধন এখন শুধুই সময়ের অপেক্ষা। আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। সাথে মিশন ১০০ বিদ্যাজ্যোতি স্কুলস এবং মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনার সূচনা করবেন তিনি। আগামীকাল বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন শেষে স্বামী বিবেকানন্দ ময়দানে ওই দুইটি প্রকল্পের সূচনা করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি জোরকদমে চলছে। বহু স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা হয়েছে। বিমানবন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত রাস্তার দুই ধারে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হচ্ছে। মঞ্চ তৈরীর কর্জও ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। তাছাড়া স্বামী বিবেকানন্দ ময়দানে মানুষের বসার জন্য চেয়ার, চারিদিকে ফ্লেক্স লাগিয়ে সাজানো প্রায় চূড়ান্ত পর্যায়ে। প্রচুর পুলিশ ও টিএসআর জওয়ানরা ময়দান চত্বরে নিরাপত্তার প্রশ্নে মোতায়েন করা হয়েছে।
গতকাল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সচিবালয়ে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। রাতে স্বামী বিবেকানন্দ ময়দানে সরেজমিনে প্রস্তুতি খতিয়ে দেখেছেন। কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক গতকাল রাতেই বিমান বন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত সাজসজ্জা খতিয়ে দেখেছেন।
আগামীকাল দুইটি প্রকল্পের সূচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন ত্রিপুরার রাজ্যপাল সত্যদেও নারেইন আর্য, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় বেসামরিক পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মা এবং কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক।

