নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ গোমতী জেলার উদয়পুরের পূর্ব খুপিলং গ্রাম পঞ্চায়েতে এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই করেছে ছিনতাই বাজরা৷ ধারালো অস্ত্র দেখিয়ে এক ব্যবসায়ীকে কাছ থেকে অর্থ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য গোটা উদয়পুর মহকুমা জুড়ে৷ ঘটনা রবিবার রাতে উদয়পুর মহকুমার অন্তর্গত পূর্ব খুপিলং গ্রাম পঞ্চায়েত সংলগ্ণ এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাতে রতন দেবনাথ নামে এক হকার তার লাল রঙের মাল বুঝাই ক্যান্টার অটো নিয়ে আঠারোভোলা বাজার থেকে আসছিলেন৷যার নম্বর টিআর০৩-ও -১৮৫৩৷ব্যবসা শেষে নিজ গাড়ি নিয়ে আঠারোভোলা বাজার থেকে আসার পথে দুই যুবক রতন বাবুর পথ আটকে সামনে যাবে বলে গাড়িতে উঠে৷ পূর্ব খুপিলং গ্রাম পঞ্চায়েত সংলগ্ণ এলাকায় আসতেই ঘটে বিপত্তি৷ অজ্ঞাত পরিচয় ওই দুই যুবক রতন দেবনাথ নামে ওই ব্যবসায়ীর পেছনে ধারালো অস্ত্র ধরে গাড়ি থেকে নামতে বলে৷
গাড়ি থেকে নামা মাত্রই ভেঙ্গে গুড়িয়ে দেয় ওই ব্যবসায়ীর গাড়ি৷ অভিযোগ, তখনই আগ্ণেয়াস্ত্র ঠেকিয়ে মারতে মারতে উনাকে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ রতন বাবু জানান, নির্জন জায়গায় প্রাণে মারার হুমকি দিয়ে উনার কাছ থেকে আনুমানিক ৯ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়৷ পরবর্তী সময় স্থানীয় মানুষের আনাগোনা টের পেয়ে পালিয়ে যায় ওই দুই ছিনতাইবাজ৷ কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে নিজের গাড়ি নিয়ে খুপিলং এসপিও ক্যাম্পে পৌঁছে বিস্তারিত জানান ক্যাম্পের কর্মীদের৷ খবর দেওয়া হয় কিল্লা থানায়৷ কিল্লা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে৷ তবে গোটা ঘটনায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়ায় গোটা পূর্ব খুপিলং এলাকায়৷

