কলকাতা ও ঢাকা, ২৬ নভেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-মায়ানমার সীমান্ত। শুক্রবার সকালে বাংলাদেশের চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার আবার জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। কম্পন অনুভূত হয় ভারত ও বাংলাদেশে, বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটের মতো জায়গা কেঁপে উঠেছে। কেঁপে ওঠে কলকাতা থেকে উত্তরবঙ্গ।
শুক্রবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ কলকাতায় অনুভূত হয় কম্পন। কম্পনের স্থায়িত্ব ছিল ৩০ সেকেন্ড। কেন্দ্রীয় মৌসম ভবন জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ও ১২ কিমি গভীরে। বাংলাদেশের চট্টগ্রাম থেকে উৎসস্থল ১৭৫ কিমি পূর্বে। অসম, ত্রিপুরা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশেও অনুভূত হয়েছে কম্পন। ভূমিকম্পে বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।