১০-হাজারের ঊর্ধ্বে দৈনিক সংক্ৰমণ, ভারতে করোনায় মৃত্যু ৪.৬৭-লক্ষাধিক

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): দৈনিক করোনা-সংক্ৰমণ ফের ১০-হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল ভারতে, বিগত ২৪ ঘন্টায় বাড়ল মৃত্যুও। বৃহস্পতিবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪৯ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৯,৮৬৮ জন, ভারতে সুস্থতার হার একই রয়েছে (৯৮.৩৩ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১,১০,১৩৩-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে ১৯৩ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০,৫৪৯ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩২ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৮৩ লক্ষ ৮৮ হাজার ৮২৪ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১,২০,২৭,০৩,৬৫৯ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৮৮ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৬৭,৪৬৮ জন (১.৩৫ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা অনেকটাই বাড়ল, বৃস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৯,৮৬৮ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৯,৭৭,৮৩০ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৩৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *