নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ আঠারোমড়া পাহাড়ে খাদ্যাভাব দেখা দেওয়ায় প্রতিবছর বন্যহাতির দল সমতলের নেমে এসেছে তাণ্ডব চালাচ্ছে৷ মঙ্গলবার রাতেও তেলিয়ামুড়া উত্তর কৃষ্ণপুর গ্রামে বন্যহাতির দল তাণ্ডব চালিয়েছে৷ প্রতিনিয়ত বন্যহাতির তাণ্ডবে আতঙ্কগ্রস্ত বিস্তীর্ণ এলাকার মানুষজন৷ রাতের অন্ধকারে বন্যহাতির তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসীরা৷
ঘটনা তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন উত্তর কৃষ্ণপুর ৩নং ওয়ার্ড এলাকায় মঙ্গলবার রাতে৷ ঘটনার বিবরণে জানা যায়, রাতের অন্ধকারে বন্য দাঁতাল হাতি এলাকায় প্রবেশ করে দুলাল বিশ্বাস নামে এক ব্যক্তির ধানের মিলের টিন ভেঙে মিলের ভেতরে থাকা ধানের বস্তা বের করে নষ্ট করে ফেলে৷ বন্য দাঁতাল হাতি এলাকায় প্রবেশ করা মাত্রই এলাকায় তাণ্ডব চালিয়ে এলাকার ইন্দ্র মোহন বিশ্বাসের রান্না ঘর ভেঙে তছনছ করে দেয়৷ তিনি জানান, এর আগেও বহুবার বন্য হাতির দল এলাকায় প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর চালায়৷ তাতে ক্ষতির সম্মুখীন হতে হয় এলাকার বাসিন্দা ইন্দ্র মোহন বিশ্বাসকে৷ বনদপ্তর থেকে কোনো সুযোগ-সুবিধা পাননি৷ এমনটাই অভিযোগ করেন ইন্দ্রমোহন বিশ্বাস৷