Supreme Court : পুর ও নগর ভোট : জরুরী ভিত্তিতে সুপ্রিম কোর্টে মামলা করলেন জীতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ দলীয় প্রার্থীর বাড়িতে ঢুকে হুমকি ধমকি দেয়া সহ ভয়ভীতি প্রদর্শনের ঘটনা জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন সিপিএম রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ বৃহস্পতিবার রাজ্যে পুর নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অবিলম্বে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করে এই মামলা করা হয়েছে৷


তিনি অভিযোগ করেছেন, আগরতলা পুর নিগম সহ রাজ্যের বিভিন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে বিজেপির দুসৃকতিরা হামলা হুজ্জতি চালিয়ে যাচ্ছে৷ এমনকি ভোটের প্রাক্কালে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে বহিরাগতরা সমবেত হয়েছে৷ আগামীকাল ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করেছেন শ্রীচৌধুরী৷


এদিকে, তিনি গোটা বিষয়টি রাজ্য নির্বাচন কমিশন, পুলিশের মহানির্দেশক এবং মুখ্য সচিবকেও ইমেইলের মাধ্যমে বুধবার রাত আটটা নাগাদ জানিয়েছেন৷ তিনি ইমেইলে উল্লেখ করেছেন, আজ বিকাল চারটা নাগাদ কুড়ি পঁচিশ জনের দুসৃকতিকারীদের দল আগরতলা পুর নিগমের সিপিআইএম প্রার্থী স্মৃতি সরকারের বাড়িতে যায় এবং আগ্ণেয়াস্ত্র উঁচিয়ে ভয় ভীতি প্রদর্শন করেছে৷


তাছাড়া আগরতলা পুর পরিষদ সহ ধর্মনগর, কুমারঘাট, তেলিয়ামুড়া, খোয়াই, সাব্রুম, বিলোনীয়া, মেলাঘর প্রভৃতি পুর ও নগর এলাকায় প্রচুর সংখ্যায় বহিরাগতরা সমবেত হয়েছে৷ আগামীকালের ভোট প্রক্রিয়াকে বানচাল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা৷ শ্রী চৌধুরী উদ্বেগের সঙ্গে ইমেইলে উল্লেখ করেছেন যেখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সুষ্ঠু ও অবাধ এবং শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সে জায়গায় এই ধরনের ঘটনা সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রক্রিয়া নিয়ে আশঙ্কার সৃষ্টি করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *