নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স) : কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের মাঠে ফেরার আবেদন জানিয়েছিলেন। যদিও কৃষক সংগঠনগুলি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সংসদে আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সূত্রের খবর, এর পরই কৃষি আইন দ্রুত প্রত্যাহারের বিষয়ে উদ্যোগী হয়েছে মোদী সরকার। স্বয়ং প্রধানমন্ত্রী গোটা বিষয়টি দেখছেন।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তিনটি কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাব পেশ করা হতে পারে। সূত্রের খবর, সেদিনের বৈঠকেই আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ছাড়পত্র দিয়ে দেবে মন্ত্রিসভা। তার পর আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হবে আইন তিনটি। প্রায় এক বছর আন্দোলন চলার পর শুক্রবার প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন।