লখনউ, ২১ নভেম্বর (হি.স) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার লোক ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে ৩১০ জন চিকিৎসা বিশেষজ্ঞের কাছে নিয়োগপত্র তুলে দিলেন। প্রাদেশিক মেডিকেল ক্যাডারের এই চিকিৎসকদের পাবলিক সার্ভিস কমিশন বাছাই করেছে। এই উপলক্ষে, মুখ্যমন্ত্রী ১৫টি জেলার গবেষণাগারগুলিও উত্সর্গ করেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, আমরা রাজ্যের ৫৯টি জেলায় মেডিকেল কলেজ দিতে সফল হয়েছি। বাকি ১৬ জেলায় মেডিকেল কলেজগুলি পিপিপি মোডে স্থাপনের প্রক্রিয়াধীন রয়েছে। নবনিযুক্ত চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে আদিত্যনাথ বলেন, করোনা ব্যবস্থাপনায় ইউপি প্রশংসিত হয়েছে। আয়ুষ্মান যোজনা থেকে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন। রাষ্ট্রকে অক্সিজেনে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছি।
স্বাস্থ্যমন্ত্রী জয় প্রতাপ সিং বলেন, আমরা রাজ্যে চিকিৎসা সুবিধা বাড়ানোর কাজ করেছি। পরীক্ষার ক্ষমতা বাড়ানোর জন্য কাজ করা হয়েছিল। আজ রাজ্যে ১৫টি ল্যাব খোলা হচ্ছে। ইউপিকে এগিয়ে নিতে আমাদের সবার ভূমিকা আছে। স্বাস্থ্য অধিদপ্তর অনেক অগ্রগতি করেছে।