আহমেদাবাদে ভ্যান ও ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত ৫, প্রাণে বাঁচলেন ৩ জন

আহমেদাবাদ, ২০ নভেম্বর (হি.স.): গুজরাটের আহমেদাবাদে যাত্রীবোঝাই ভ্যান ও ট্যাঙ্কারের সংঘর্ষে প্রাণ হাড়ালেন ৫ জন। দুর্ঘটনায় ৩ জন প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটিই ঘটেছে আহমেদাবাদ জেলার ভালানা গ্রামের কাছে ভাটামান থেকে ভাবনগর যাওয়ার রাস্তায়। মৃতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। আহতদের খাম্ভাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোঠ থানার পুলিশ জানিয়েছে, ভ্যানে চেপে আনন্দ জেলার খাম্ভাটে যাচ্ছিলেন ৮ জন। ভ্যানটি রাস্তার ভুল দিক থেকে যাওয়ার কারণে ভালানা গ্রামের কাছে ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের, আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার হলে পরে একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।