অনন্তপুর, ২০ নভেম্বর (হি.স.): অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি পুরানো তিন-তলা বাড়ি। বাড়ি ভেঙে ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে তিনটি শিশু এবং পৌঢ়ার। ভারী বর্ষণের জেরে শুক্রবার গভীর রাতে ভেঙে পড়ে বাড়িটি। অনন্তপুর জেলার কাদিরি শহরের ঘটনা। ভগ্নস্তূপের নীচে আরও ৪ জন আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে।
সার্কেল ইন্সপেক্টর সত্য বাবু জানিয়েছেন, ভারী বর্ষণের জেরে শুক্রবার গভীর রাতে অনন্তপুর জেলার কাদিরি শহরে ভেঙে পড়ে একটি পুরানো তিন-তলা বাড়ি। বাড়িটি আগেই বিপদজনক ছিল। ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে তিনটি শিশু এবং পৌঢ়ার। ৪ জন এখনও আটকে রয়েছেন। উদ্ধারকাজ চলছে।