গুয়াহাটি, ২০ নভেম্বর (হি.স.) : ফের ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে উঠেছে উত্তর-পূর্বাঞ্চল। এবার অসমের রাজধানী গুয়াহাটি, মেঘালয়ের রাজধানী শিলং সহ পার্শ্ববর্তী কয়েকটি রাজ্য ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে উঠেছে। আজ শনিবার ভারতীয় সময় বেলা ০১টা ১২ মিনিট ১৫ সেকেন্ডে ৪.১ তীব্রতার ভূকম্পে কেঁপে উঠেছে গুয়াহাটি সহ উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য। তবে ভূমিকম্পের ঘটনায় এই খবর লেখা পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি যে তথ্য প্রকাশ করেছে সে অনুযায়ী, আজ সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের রাজধানী গুয়াহাটি থেকে পশ্চিম-দক্ষিণে ভূগৰ্ভের ২৮ কিলোমিটার গভীরে ২৬.০৭ উত্তর অক্ষাংশ এবং ৯১.৩৬ দ্রাঘিমাংশে।প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবর থেকে আজ পর্যন্ত ১৬ বার ভূমিকম্পে কেঁপেছে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য যেমন অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম। তবে ভূমিকম্পগুলির তীব্রতা কম থাকায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।