নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): তিনটি কৃষি আইন বাতিলের প্রতিবাদে অন্নদাতাদের আন্দোলনকে ফলপ্রসূ আখ্যা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে কেজরিওয়ালের আক্ষেপ, কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত আরও আগে নেওয়া হলে ৭০০ কৃষকের প্রাণ বাঁচানো যেত। গুরুনানক জয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার গুরুদ্বার রাকাব গঞ্জে যান কেজরিওয়ালের।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেছেন, “দেশের সমস্ত কৃষকদের অভিনন্দন। তাঁদের আন্দোলন ফলপ্রসূ হয়েছে। এই সিদ্ধান্ত আগে নেওয়া হলে ৭০০ কৃষকের প্রাণ বাঁচানো যেত। যাইহোক, অনেক বড় অর্জন। সম্ভবত ভারতের ইতিহাসে এই প্রথম, আন্দোলনের জন্য তিনটি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল সরকার।”