Central CRM team : স্বাস্থ্য দফতরের কাজকর্মে সন্তুষ্ট কেন্দ্রীয় সিআরএম টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ জাতীয় স্বাস্থ্য মিশনের কাজকর্ম পর্যালোচনায় আগত কমন রিভিউ মিশন ১৪-তম (সিআরএম) টিম ত্রিপুরায় জাতীয় স্বাস্থ্য মিশন সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের কাজকর্ম বাস্তবায়নের চিত্র দেখে সন্তোষ প্রকাশ করেছে৷ সিআরএম-এর প্রধান এনএইচএসআরসি-র এগজিকিউটিভ ডিরেক্টর মেজর জেনারেল (প্রফেসর) ডা. অতুল কোতয়ালের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি সাত দিন রাজ্যে অবস্থানকালে স্বাস্থ্য দফতরের ভূমিকায় বাহবা দিয়েছে৷


ত্রিপুরায় স্বাস্থ্য ক্ষেত্রে যে কাজকর্ম হচ্ছে তা তিনি এবং তাঁর টিম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে৷ তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজ্যের সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের যে কঠোর পরিশ্রম, নিষ্ঠা, উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত করেছেন তা অভুতপূর্ব৷ এক্ষেত্রে স্বাস্থ্য দফতরের প্রধান সচিব জেকে সিনহার নেতৃত্বে স্বাস্থ্যক্ষেত্রে কর্মযজ্ঞেরও ভূয়সী প্রশংসা করেছেন ডা. অতুল কোতয়াল৷ ত্রিপুরায় স্বাস্থ্যক্ষেত্রের উন্নতির চিত্র দেখে ভবিষ্যতে নিবিড় যোগাযোগ রাখার ইচ্ছেও ব্যক্ত করেছেন তিনি৷


উল্লেখ্য, সিআরএম-এর প্রধান প্রফেসর ডা. অতুল কোতয়ালের নেতৃত্বে ১৮ জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল উত্তর, খোয়াই ও পশ্চিম জেলায় স্বাস্থ্য পরিষেবার চিত্র খতিয়ে দেখেছেন৷ পাশাপাশি আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ, অটলবিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যানসার সেন্টার সহ রাজ্যের বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও উপস্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্য পরিষেবা, মায়ের ঘর, অ্যাম্বুলেন্স পরিষেবা ইত্যাদি এবং জনগণের কাছে স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর নিয়ে সন্তোষ প্রকাশ করেছে কমন রিভিউ মিশনের প্রতিনিধি দল৷


হাজরাপাড়া কাঞ্চনপুর, মুঙ্গিয়াকামী, হদ্রাইপাড়া, নোনাছড়া এবং জম্পুই হিল সহ বিভিন্ন স্থানে স্বাস্থ্য পরিকাঠামো পরিদর্শন ও পরিষেবার চিত্র চাক্ষুস করে স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন প্রচার সামগ্রী দেখেও উচ্ছ্বসিত প্রশংসা করেন তাঁরা৷ এছাড়া আশা-ভরসা দিবসের মাধ্যমে প্রত্যন্ত এলাকার জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়েও সন্তোষ প্রকাশ করে প্রতিনিধি দল৷ ত্রিপুরায় কোভিড টিকাকরণ অভিযানের পাশাপাশি ‘‘মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযান’’ সহ বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছে প্রতিনিধি দল৷ ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার স্বার্থে প্রয়োজনীয় পরামর্শও দেন ডা. অতুল কোতয়াল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *