নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): দেশবাসীর জীবনকে সহজ ও সরল করতে সেবার অনুভূতি নিয়ে কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে দেশবাসীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, “দেব দীপাবলি এবং প্রকাশ পর্ব উপলক্ষ্যে সকলকে আমার শুভেচ্ছা। এটা অত্যন্ত আনন্দের যে প্রায় দেড় বছর পর খুলেছে কর্তারপুর করিডর। দেশ সেবার পথ অবলম্বন করলেই জীবন সুন্দরভাবে চলতে পারে। আমাদের সরকার মানুষের জীবনকে সহজ করতে এই সেবার অনুভূতি নিয়েই কাজ করে যাচ্ছে।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “২০১৪ সালে আমি যখন প্রধানমন্ত্রী হয়েছিলাম, আমরা (সরকার) কৃষকদের কল্যাণ ও উন্নয়নকেই অগ্রাধিকার দিয়েছিলাম… অনেকেই এই সত্যটি হয়তো জানেন না ৮০/১০০ জন ক্ষুদ্র কৃষক যাঁদের জমি ২ হেক্টরের কম এবং জনসংখ্যা 10 কোটির বেশি। এইটুকু জমি তাঁদের বেঁচে থাকা সম্বল। কৃষকরা যাতে তাঁদের কঠোর পরিশ্রমের জন্য সঠিক পরিমাণ মূল্য পান তা নিশ্চিত করতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমরা গ্রামীণ অবকাঠামো বাজারকে শক্তিশালী করেছি। আমরা শুধু এমএসপি বাড়াইনি, রেকর্ড সরকারি ক্রয় কেন্দ্রও স্থাপন করেছি। আমাদের সরকারের ক্রয় গত কয়েক দশকের রেকর্ড ভেঙেছে।”
এরপরই প্রধানমন্ত্রী ঘোষণা করেন, “আমি সবাইকে জানাতে চাই আমরা তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি, এই মাসে শুরু হওয়া সংসদ অধিবেশনে প্রক্রিয়া শুরু করব। আমি কৃষকদের অনুরোধ করছি তাঁদের পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য, আসুন নতুন করে শুরু করি।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমি যা করেছি, কৃষকদের জন্য করেছি। আমি যা করেছি তা দেশের জন্য। আপনাদের আশীর্বাদে আমি আমার কঠোর পরিশ্রমে কখনই কিছু বাদ দিইনি। আমি আপনাদের আশ্বস্ত করছি আমি এখন আরও কঠোর পরিশ্রম করব, যাতে আপনার স্বপ্ন, দেশের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে।”