Accused of raping : গৃহবধূকে আটকে রেখে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৮ নভেম্বর৷৷ ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি কে খোয়াই জেলা দায়রা আদালত ৩০ নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠায়৷ ঘটনাকে কেন্দ্র করে জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ অভিযোগ এক সন্তানের জননীকে হরণকরে নিয়ে ছয়মাস লাগাতর ধর্ষন৷ কল্যাণপুর থানায় মামলা৷ গ্রেপ্তার অভিযুক্ত শানু তাঁতী(১৯)৷ ৩০ শে নভেম্বর পর্যন্ত জেলহাজত৷ঘটনার বিবরনে জানাযায় কল্যাণপুর থানার অন্তর্গত শান্তিনগর গাঁও সভার গাড়োটিলার বাসিন্দা শানু তাঁতী একই পাড়ার চারমাসের শিশুর মা কে নিয়ে পালিয়ে যায় আগরতলাতে৷


প্রায় ছমাস যাবৎ গোপন জায়গায় রেখে গৃহবধূ কে জোরপুর্বক ধর্ষন করে আসছিল অভিযুক্ত৷গত ৫ ই অক্টোবর ২০২১ ইং রানীর বাজারে রেখে পালিয়ে যায় শানু৷তখন সময় ঐমহিলা কি করবে ভেবে পাচ্ছিল না মানসিক ভাবে বিপযর্স হয়ে পড়ে লেম্বু ছড়া বাবার বাড়িতে আশ্রয় নেয়৷গত ১৬ নভেম্বর সুনিদির্ষভাবে লিখিত অভিযোগ করে মহিলা৷কল্যাণপুর থানার পুলিশ মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে বুধবার খোয়াই আদালতে প্রেরন করলে মামনীয় আদালত ৩০ নভেম্বর পর্যন্ত জেলহাজতে পাঠিয়েদেন অভিযুক্ত শানু তাঁতীকে৷মামলা নম্বর ১১০/২০২১ আন্ডার সেকশন ৩৬৩/৩৪২/৩৭৬/৩২৫ আই পি সি৷ এই ঘটনায় গাড়োটিলার মানুষের মধ্য প্রশ্ণ এই পাষন্ড মা কি ভাবে কোলের শিশুকে ঘরে পেলে পরপুরুষের সাথে পালিয়ে যায়৷ এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়৷ প্রশ্ণ উঠছে আজকের দিনে সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *