ভবিষ্যতে যে পরিবর্তন আসতে চলেছে তা কেউ রুখতে পারবে না : অখিলেশ যাদব

লখনউ, ১৮ নভেম্বর (হি.স.): শুরু হয়েছিল গাজিপুর থেকে, অবশেষে বৃহস্পতিবার লখনউতে শেষ হয়েছে সমাজবাদী পার্টির বিজয় রথযাত্রা। বিজয় রথযাত্রা শেষে সমাজবাদী পার্টির প্রধান ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জানালেন, ভবিষ্যতে যে পরিবর্তন আসতে চলেছে তা কেউ রুখতে পারবে না। তিনি আরও বলেছেন, “সমাজবাদী পার্টির রথযাত্রা হয়তো এদিন শেষ হচ্ছে, কিন্তু আসল যাত্রা তথনই শেষ হবে যখন আমরা রাজ্যে সরকার গঠন করব।”
বুধবার দুপুর একটা থেকে উত্তর প্রদেশের গাজিপুর থেকে শুরু হয় সমাজবাদী পার্টির বিজয় রথযাত্রা। গভীর রাত একটা নাগাদ আমেঠিতে পৌঁছয় ‘সমাজবাদী বিজয় যাত্রা’, রাত ১.৩০ মিনিটে ‘সমাজবাদী বিজয় যাত্রা’ পৌঁছয় অযোধ্যায়, ভোররাত ২.৩০ মিনিটে পৌঁছয় বারাবাঙ্কিতে, দীর্ঘ পথ অতিক্রম করে ভোর চারটে নাগাদ লখনউতে পৌঁছয় ‘সমাজবাদী বিজয় যাত্রা’। বিজয় রথযাত্রাকে ঘিরে সমাজবাদী পার্টির কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল অনেক বেশি।