নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে গ্যাস সিলিন্ডার ফেটে ফের অগ্নিকাণ্ড! এবার সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লাগল দিল্লির নাঙলোই এলাকায় অবস্থিত একটি বাড়িতে। সোমবার সকালে নাঙলোই এলাকার লক্ষ্মী পার্কের বি-৬৫-এ একটি বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে ওই বাড়িতে আগুন ধরে যায়।
আগুনে দগ্ধ্ হয়েছেন মোট ৪ জন। সকাল ৭.২৬ মিনিট নাগাদ দমকলকে আগুন লাগার বিষয়ে জানানো হয়। দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, ৪ জনকে দগ্ধ্ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।