MM Narban went to Israel : পাঁচদিনের সফরে ইসরায়েল গেলেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান এম এম নরবনে

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স) : ভারতীয় সেনাবাহিনীর প্রধান এম এম নরবনে পাঁচদিনের সফরে ইসরায়েল রওনা দিলেন। রবিবার সকালে তিনি পাঁচদিনের সফরে ইজরায়েল রওনা হয়েছেন বলে সেনা সূত্রে খবর। তার এই সফরে ইসরায়েল ভারতে প্রতিরক্ষা বিষয়ক দুই দেশের সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। এদিন ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক টুইট বার্তায় এমনটাই জানানো হয়েছে।

প্রসঙ্গত গত সপ্তাহে ইজরায়েল সফর থেকে ঘুরে এসেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষা সচিব অজয় কুমার। তাদের ওই সফরে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং প্রতিরক্ষা বিষয়ক ইস্যুতে সহযোগিতার আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে।