Gas cylinder explosion : দিল্লির আজাদপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, জখম ৫

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স) : রবিবার সকালে এক বিস্ফোরণ পাঁচ জন গুরুতর জখম হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদিন জানা গিয়েছে, রাজধানী দিল্লির আজাদপুর এলাকার একটি বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটায় পাঁচজন গুরুতর জখম হয়েছেন, এর মধ্যে একজন মহিলাও রয়েছে বলে জানা গেছে।

সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে। বিস্ফোরণের বিকট আওয়াজে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পাশাপাশি অগ্নিকাণ্ড ঘটে। তবে খবর পাওয়া মাত্র পুলিশ ও দমকল এর তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।