নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স) : দেশজুড়ে করোনার গ্রাফের ওঠানামা অব্যাহত। টিকাকরণকে হাতিয়ার করেই ভাইরাস যুদ্ধে জয় করতে মরিয়া ভারতবর্ষ। সপ্তাহ শেষে আবারও নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, রবিবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৭১ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭৬ জন। কোভিড মৃত্যুর সংখ্যা ২৮৫। এদিনের হিসেব অনুযায়ী, বর্তমানে সারা দেশে মোট কোভিড আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ৩০৭ জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৯১৮। আজ অবধি সুস্থ হয়ে উঠেছেন মোট তিন কোটি ৩৮ লাখ ৩৭ হাজার ৮৫৯ জন। মোট মৃত্যুর সংখ্যা চার লাখ ৬৩ হাজার ৫৩০।
এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে কমতে থাকা অ্যাকটিভ কেস। গত ১৭ মাসে সক্রিয় রোগীর বর্তমানে সর্বনিম্ন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৩৫ হাজার ৯১৮ জন। গত বছর মার্চ মাসের এই প্রথম এতটা কম অ্যাকটিভ কেস। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৮ লক্ষ ২৭ হাজার ৮৫৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ৩৭৬ জন। ২০২০ মার্চের পর এই প্রথম সুস্থতার হার ৯৮.২৬ শতাংশ।
বিগত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ৮৪০ জনের। আজ অবধি দেশে মোট টিকাকরণ হয়েছে ১১২ কোটি এক লাখ তিন হাজার ২২৫ জনের। আসলে টিকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্র। যাতে করোনাকে কাবু করা যায়।

