নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ ত্রিপুরার নাম নিয়ে মহারাষ্ট্রের ২/৩ শহরে পাথরবাজির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ তাঁর দাবি, গুজব ছড়িয়ে ত্রিপুরাকে বদনাম করা হচ্ছে৷ ত্রিপুরার শান্তি-সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে৷ কারণ, একটা অংশ পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে৷ তাঁর আবেদন, ত্রিপুরায় সর্বধর্ম সমন্বয়ের ইতিহাস রয়েছে, তা রক্ষায় গুজবে কান দেবেন না৷
আজ শনিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, গতকাল মহারাষ্ট্রের ২/৩টি শহরে ত্রিপুরার নাম নিয়ে পাথরবাজি হয়েছে৷ অথচ, ত্রিপুরায় হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায় মিলেমিশে রয়েছেন৷ তাঁর বক্তব্য, কিছু মানুষ বাইরে থেকে এসে ত্রিপুরার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন৷ ত্রিপুরার কোনও মসজিদে অগ্ণিকাণ্ডের কোনও ঘটনাই ঘটেনি৷ অথচ, অন্য দেশের ছবি সংগ্রহ করে ত্রিপুরার বদনাম করা হচ্ছে৷
তাঁর দাবি, ত্রিপুরার সংসৃকতির গরিমা কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে৷ ত্রিপুরা সরকার ওই উদ্দেশ্যের কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে৷ তাঁর কটাক্ষ, একটা অংশ পেছনের দরজা দিয়ে ঢুকতে চাইছে৷ তাঁরাই ত্রিপুরার শান্তি-সম্প্রীতি নষ্ট করার চেষ্টায় রয়েছে৷ তাঁর সাফ কথা, সমালোচনা বরাবরই গ্রহণযোগ্য৷ কিন্তু সেই সমালোচনা হোক ইতিবাচক৷ তার বদলে ত্রিপুরায় এখন ষড়যন্ত্র হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে৷
উপমুখ্যমন্ত্রীর বক্তব্য, ত্রিপুরার বিরুদ্ধে কোনও ধরনের ষড়যন্ত্র সরকার বরদাস্ত করবে না৷ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ তাঁর দাবি, ত্রিপুরায় সর্বধর্ম সমন্বয় রক্ষা করা সরকারের প্রধান ও একমাত্র লক্ষ্য৷ কারণ, আমরা ঈদে শুভেচ্ছা জানাই এবং বড়দিনে কেক কিনে খাই৷