নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ মণিপুরে আধা-সেনা ৪৬ আসাম রাইফেলসের কনভয়ের ওপর জঙ্গি হামলার কড়া ভাষায় নিন্দা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
তিনি এক টুইট বার্তায় বলেন, আমি মণিপুরের চুরাচাঁদপুরে আসাম রাইফেলসের কনভয়ের ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি৷ শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি৷ সাথে তিনি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেছেন৷
প্রসঙ্গত, মণিপুরে অতর্কিত জঙ্গি হামলায় আধা-সেনা ৪৬ আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার ও তাঁর পরিবার সহ সাত জওয়ান শহিদ হয়েছেন৷ ঘটনা আজ শনিবার সকাল প্রায় দশটা নাগাদ চূড়াচাঁদপুর জেলার সিগনঘাট মহকুমার এস সেখেন গ্রামে ভারত-মায়ানমার সীমান্তবর্তী ৪৩ নম্বর পিলারের কাছে সংঘটিত হয়েছে৷ শহিদ কমান্ডিং অফিসারকে কর্নেল বিপ্লব ত্রিপাঠী বলে পরিচয় পাওয়া গেছে৷

