নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের৷ মৃত যুবকের নাম বিশ্বজিৎ দেবনাথ৷ বাড়ি যোগেন্দ্র নগর এলাকায়৷ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে চাপ দিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণমলয় রেল ব্রিজ সংলগ্ণ এলাকায় রেলে কাটা পড়ে যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷মৃত যুবকের নাম বিশ্বজিৎ দেবনাথ৷ বাড়ি যোগেন্দ্র নগর এলাকায়৷
তার মা এবং দুই সন্তান রয়েছে৷ প্রায় ছয় মাস আগে তার স্ত্রী পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গেছে৷ এরপর থেকে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে৷ স্থানীয় লোকজন রেল লাইনে কাটা পরে এক যুবকের মৃত্যুর ঘটনা পুলিশকে জানান৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে খন্ডিত মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়৷
স্থানীয় লোকজন জানিয়েছেন মৃত যুবকের নাম বিশ্বজিৎ দেবনাথ৷ রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু পরপরই স্থানীয় লোকজন তার মাকে খবর দেন৷ খবর পেয়ে অভাগিনী মা ঘটনাস্থলে ছুটে এসে কান্নায় ভেঙ্গে পড়েন৷ তিনি জানান তার পুত্রবধু অপর এক ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার পর থেকেই বিশ্বজিৎ মানসিকভাবে বিপর্যস্ত৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে সে কারণেই সে রেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷উল্লেখ্য আগরতলা সংলগ্ণ এলাকা সহ রাজ্যের বিভিন্ন স্থানে গত কয়েক বছরে রেলে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে৷ অনেকেই রেলওয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যাকে সহজ উপায়ে খাবে বেছে নিচ্ছে৷