নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ নভেম্বর৷৷ বৈদ্যুতিক কাজ সারাই করতে গিয়ে বিদ্যুতের ছোবলে প্রাণ হারালো এক যুবক৷ মৃত যুবকের নাম দীপঙ্কর সরকার বয়স আনুমানিক ৩১৷পিতা দিলীপ সরকার৷ পেশায় ব্যবসায়ী সে গাড়ী চালক৷ মৃত যুবকটির বাড়ি তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুরের বালু ছড়া এলাকায়৷ যুবকটির অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকার জুড়ে নেমে পড়েছে শোকের ছায়া৷
সংবাদে জানা যায়, দীপঙ্কর সরকার তার নিজের বাড়িতে শুকর ঘরের বৈদ্যুতিক কাজ সারাই করতে যায়৷ সারাই কাজের কোন এক সময় দীপঙ্কর সরকার বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে থাকে৷
দীর্ঘক্ষণ মাটিতে পরে থাকার পর তার বাড়ির পাশের লোকজন দেখতে পায় এবং বাড়ির লোকদের অবগত করে৷ লোকেরা বাড়ির লোকেরা গিয়ে দেখতে পায় বৈদ্যুতিক তার দীপঙ্করের শরীরের মধ্যে পরে রয়েছে৷ পরে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের৷ দমকলকর্মীরা ঘটনাস্থল থেকে তার দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌরজিত দাস প্রাথমিক চিকিৎসার পর তাকে মৃত বলে ঘোষণা করে৷ এটাকে দীপঙ্করের পেটে আঙ্গুলের চামড়া পুড়ে ছাই হয়ে যায়৷ আগামীকাল তার মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ তারস্বাভাবিক মৃত্যু থেকে গোটা এলাকা সহ পরিবারের লোকেদের মধ্যে শোকের ছায়া নেমে পড়েছে৷

