সক্রিয় রোগী অনেকটাই নিম্নমুখী, ৫৫৫ বেড়ে ভারতে মৃত্যু ৪.৬৩-লক্ষাধিক

নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.): ভারতে ওঠা-নামা করছে দৈনিক করোনা-সংক্ৰমণ, ফের ৫০০-র গণ্ডি ছাড়িয়ে গেল ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা। বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৫০ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। শুক্রবার সারাদিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১২,৪০৩ জন, ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.২৬ শতাংশ। ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,৩৬,৩০৮-এ পৌঁছেছে, বিগত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ১,১০৮ জন, যা ২৭৪ দিনের মধ্যে সর্বনিম্ন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১১,৮৫০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৪০ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন মাত্র ৫৮ লক্ষ ৪২ হাজার ৫৩০ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ১,১১,৪০,৪৮,১৩৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৫৫ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৬৩,২৪৫ জন (১.৩৪ শতাংশ)। ভারতে সুস্থতার সংখ্যা ফের অনেকটাই বেড়েছে, শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১২,৪০৩ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,৩৮,২৬,৪৮৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.২৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *