Money invested in mutual funds : গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে একাউন্ট থেকে টাকা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ, এসবিআই বড়দোয়ালী শাখায় ধুন্ধুমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ বড়দোয়ালী স্টেট ব্যাঙ্কের পরিসেবা গ্রহণ করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন ভোক্তারা৷ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার স্টেট ব্যাংকের সামনে তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ বড়দোয়ালী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষ গ্রাহকদের মারাত্মকভাবে হয়রানি ও প্রতারণা করে চলেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে৷ হয়রানির বিষয়টি এবার প্রকাশ্যে এলো৷


ঘটনার বিবরণে জানা যায় ১ গ্রাহক চেয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বড়দোয়ালী ব্রাঞ্চে এম আই এস করতে৷ কিন্তু এস বি আই ব্যাংকের কর্তৃপক্ষ গ্রাহকের টাকা মিউচুয়াল ফান্ডে জমা করে দেয় বলে অভিযোগ৷ আর তাতেই গ্রাহক উত্তেজিত হয়ে পড়ে৷ উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী এবং টি এস আর জওয়ান মোতায়েন করা হয়৷
প্রতারণার শিকার ভোক্তা এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন৷ স্টেট ব্যাংকের শাখায় তাদের সঙ্গে এ ধরনের প্রতারণার ঘটনা রীতিমতো হতাশাজনক৷ এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং অভিযোগকারীর যাতে সুষ্ঠু বিচার পায় তার ব্যবস্থা করার জন্য স্থানীয় মানুষজন এবং অন্যান্য ভোক্তারাও দাবি জানিয়েছেন৷ এ ধরনের কার্যকলাপ এর ফলে ব্যাংকের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা হারাবে বলেও অভিমত ব্যক্ত করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *