তিরুবনন্তপুরম, ১৩ নভেম্বর (হি.স.): বৃষ্টি দুর্ভোগ কেরলের পিছু ছাড়ছেই না। দক্ষিণ ভারতের রাজ্য কেরল ফের ভারী বৃষ্টিতে ভিজল। শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টি হয় তিরুবনন্তপুরম-সহ কেরলের বিভিন্ন জেলায়। পাশাপাশি কেরলের দক্ষিণের জেলাগুলিতে ‘কমলা’ ও ‘হলুদ’ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তিরুবনন্তপুরম, কোল্লাম, পত্তনমতিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়াম ও ইদুক্কি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে এর্নাকুলাম, ত্রিসূর, পলাক্কড়, মালাপ্পুরম, কোঝিকোড়, কান্নুর, ওয়ানাড ও কাসারগড় জেলায়। ১৬ নভেম্বর পর্যন্ত কেরলের বিভিন্ন জেলায় বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভূমিধস ও বন্যাপ্রবণ এলাকায় জরুরি ত্রাণ শিবির খোলা হবে।