নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। জন্মদিনের সকালে নিজ বাসভবনে উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ অনেকের উপস্থিতিতে কেক কেটেছেন আডবাণী। সোমবার সকালেই টুইট করে লালকৃষ্ণ আডবাণীকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লেখেন, “দেশবাসীর ক্ষমতায়ন ও সাংস্কৃতিক মূল্যবোধকে বাড়ানোর ক্ষেত্রে তাঁর অমূল্য অবদানের জন্য দেশ তাঁর কাছে ঋণী। তিনি তাঁর পান্ডিত্য এবং সমৃদ্ধ বুদ্ধির জন্যও ব্যাপকভাবে সম্মানিত।”
টুইট করার কিছু পরই আডবাণীর বাড়িতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন উপ-রাষ্ট্রপ্রতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সকলে ফুল দিয়ে লৌহপুরুষকে জন্মদিনের শুভেচ্ছা জানান। একসঙ্গে বসে বার্তালাপ করেন। তারপর জন্মদিনের কেক কেটেছেন আডবাণী। কেক কাটতে তাঁকে সহায়তা করেন উপ-রাষ্ট্রপতি।