নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ আগামী ১২ নভেম্বর, ২০২১ সারা দেশের সাথে রাজ্যেও ৮৯৮ সুকলে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সমীক্ষা অনুষ্ঠিত হবে৷ ভারত সরকারের শিক্ষা মন্ত্রালয় পরিচালিত এই সমীক্ষা সর্বশেষ সম্পন্ন হয়েছিলো ২০১৭ সালে৷ আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যে মোট ৩৮,৭৬০ জন ছাত্রছাত্রী এই সমীক্ষায় অংশগ্রহণ করবে৷ যে শ্রেণীগুলির ছাত্রছাত্রীদের নিয়ে সমীক্ষা করা হবে সেগুলি হলো তৃতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী ও নবম শ্রেণী৷
এই সমীক্ষার দায়িত্বে রয়েছে এসসিইআরটি৷ তিনি জানান, সমীক্ষার জন্য যে সমস্ত বিদ্যালয়গুলিকে বাছাই করা হয়েছে সেগুলি নির্বাচন করেছে সিবিএসই৷ শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে এই সমীক্ষা সফল করে তোলার জন্য এসসিইআরটি-র উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যের আটটি জেলার জেলা শিক্ষা আধিকারিকদের ডিস্ট্রিক্ট নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে৷ এছাড়া ১,৯৭৯ জনকে ফিল্ড ইনভেস্টিগেটর নিযুক্ত করা হয়েছে৷ এসসিইআরটি-র অধিকর্তা রাজ্যের স্টেট নোডাল অফিসারের দায়িত্ব পালন করবেন৷ দুজন অ্যাডিশনাল ডাইরেক্টর এবং দুজন জয়েন্ট ডাইরেক্টর আটটি জেলায় তদারকির দায়িত্বে থাকবেন৷ এছাড়াও সমীক্ষার দিন প্রতিটি জেলায় একজন করে ইন্ডিপেনডেন্ট অফিসার নিযুক্ত করা হয়েছে৷ তারা সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন৷
তিনি জানান, ফিল্ড ইনভেস্টিগেটর হিসেবে যাদের নিযুক্ত করা হয়েছে তারা সকলেই রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ডিআইইটি, সিটিই, আইএএসই-তে পড়ুয়া বিএড ও ডিএলএড পড়ুয়া ছাত্রছাত্রী৷ সমীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটায়৷ শিক্ষামন্ত্রী জানান, এই সমীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এসসিইআরটি-র উদ্যোগে দুটি মক টেস্ট সম্পন্ন করা হয়েছে৷ যাতে ছাত্রছাত্রীরা ওএমআর শিটের ব্যবহারে দক্ষ হয়৷ শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের বর্তমান সরকার ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষার পরিমাপের মান যাচাই করার জন্য একটি বেইসলাইন সার্ভে করেছিলো ও নতুন দিশা নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়৷ যাতে সমীক্ষার মাধ্যমে চিহ্ণিত দুর্বল ছাত্রছাত্রীদের শ্রেণীর উপযুক্ত করে গড়ে তোলা যায়৷ তিনি জানান, কোভিড অতিমারীজনিত কারণে ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে৷ তাই বর্তমান পরিস্থিতিতে শিখন ফলাফল কোন পর্যায়ে রয়েছে তা অনুধাবন করার জন্য এই জাতীয় সমীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সমীক্ষাকে সফল করার জন্য রাজ্যের অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান৷