নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় কিছু বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে পুলিশ এগারটি মামলা গ্রহণ করেছে৷ এর মধ্যে পশ্চিম জেলায় তিনটি, সিপাহীজলা জেলায় তিনটি, গোমতী জেলায় একটি এবং উত্তর জেলায় চারটি৷ এই মামলাগুলিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩জনকে নোটিশ পাঠানো হয়েছে পুলিশের সামনে উপস্থিত হওয়ার জন্য৷ রাজ্য পুলিশের আইজি (দক্ষিণাঞ্চল) জি কে রাও এই সংবাদ জানিয়েছেন৷
তিনি আরও জানিয়েছেন, সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্য একটি চক্র সক্রিয় রয়েছে৷ বিভিন্ন ভূয়ো ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে৷ এর মধ্যে ট্যুইটারে ৬৮টি, ফেইসবুকে ৩১টি এবং ইউটিউবে ২টি পোস্ট রয়েছে৷ এই পোস্টগুলি সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ দেয়া হয়েছে৷
তিনি আরও জানান, গত এক সপ্তাহের মধ্যে রাজ্যের কোথাও কোন ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেনি৷ পূর্বের কিছু ঘটনার সাথে অন্য জায়গার ভিডিও ফুটেজ জুড়ে দিয়ে গুজব ছড়ানো হচ্ছে৷ তাই এইসব গুজব যারা ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানোগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ তিনি আরও জানিয়েছেন, যেসব জায়গায় সম্পত্তি নষ্ট করা হয়েছে সেগুলি সংস্কার করার জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে৷ আইজি আরও জানিয়েছেন, মিশ্র জনবসতিপূর্ণ এলাকাগুলিতে চবিবশ ঘন্টা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে৷ পরিস্থিতির দিকে নজরদারী চালিয়ে যাচ্ছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা৷
সামাজিক মাধ্যমে প্ররোচনামূলক বার্তা ছড়ানোর দায়ে ৭১ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করেছে ত্রিপুরা পুলিশ৷ তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, দাবি পুলিশের৷
প্রসঙ্গত, পানিসাগরে রোয়া বাজার এলাকার চামটিলা মসজিদে অগ্ণি সংযোগের ভুয়ো খবরে ত্রিপুরায় অশান্তি ছড়িয়েছে৷ সাম্প্রদায়িক উত্তেজনা ত্রিপুরার শান্ত পরিবেশকে অশান্ত করে তুলেছে৷ বেশ কিছু স্থানে দোকানে ভাঙচুর, বাড়িঘরে হামলা হয়েছে৷ শুধু তা-ই নয়, ওই ভুয়ো খবর সারা দেশ, এমন-কি বিশ্বের বিভিন্ন দেশে আলোড়ন সৃষ্টি করেছে৷ অথচ, বিদেশের মাটিতে বসেই ষড়যন্ত্র হয়েছে বলে ওই খবরের উৎসের খোঁজে এমনটাই জানতে পেরেছে পুলিশ৷
ত্রিপুরা পুলিশ আজ সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে জানিয়েছে, প্ররোচনামূলক বার্তা সামাজিক মাধ্যমে ছড়ানোর দায়ে ৭১ জনের বিরুদ্ধে পাঁচটি মামলা নেওয়া হয়েছে৷ সমাজে ঘৃণা ছড়ানোর চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ তাই, ত্রিপুরা পুলিশ সকলের কাছে ভুয়ো ছবি কিংবা গুজব ছড়ানোর কাজ থেকে বিরত থাকার আবেদন করেছে৷ পুলিশের আবেদন, যাচাই ছাড়া সামাজিক মাধ্যমে কোনও বার্তা ছড়িয়ে দেবেন না৷ কারণ, অধিকাংশ ক্ষেত্রেই ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে৷
এদিকে, ভুয়ো খবরের উৎসের খোঁজে পুলিশ জানতে পেরেছে, পানিসাগরের ওই ঘটনায় ত্রিপুরা থেকে মাত্র ৩০টি টুইট হয়েছে৷ সেই তুলনায় মহারাষ্ট্র, দিল্লি এবং আমেরিকা থেকে ভুয়ো খবর বেশি প্রচারিত হয়েছে৷ ওই ঘটনা নিয়ে ভুয়ো খবর বহিঃরাজ্য থেকে ৭৮কে টুইট হয়েছে৷