মুম্বই, ২ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দফতর। মঙ্গলবার সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। বেনামি সম্পত্তি আইনে অজিতের পাঁচটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে একটি কো-অপারেটিভ চিনির কারখানা ছাড়াও রয়েছে মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে নির্মল টাওয়ার, গোয়ার একটি রিসর্ট, দিল্লির একটি অফিস এবং বাড়ি।
এগুলি ছাড়াও ২৭টি জমিও বাজেয়াপ্ত করেছেন আয়কর কর্তারা। যার আনুমানিক মূল্য কমপক্ষে ৫০০ কোটি টাকা। সূত্রের খবর, এই সম্পত্তির সবক’টিরই মালিক অজিত অথবা তাঁর পরিবারের কোনও না কোনও সদস্য। গত মাসেই পওয়ারের বোনদের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। এর আগে জুলাই মাসে ২৫ হাজার কোটি টাকার একটি দুর্নীতিতে অজিতের নাম জড়িত থাকার কথা জানিয়েছিল আয়কর বিভাগ। মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় অজিতের নাম প্রকাশ্যে আসে।
2021-11-02