বোকাজান (অসম), ৯ অক্টোবর (হি.স.) : কারবি আংলং জেলার বোকাজান মহকুমার অসম-নাগাল্যান্ড আন্তঃরাজ্য সীমান্তবর্তী পুরনো লাহরিজানে পৃথক অভিযানে প্রায় ২.৬৫ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ। একটি যাত্ৰীবাহী বাস এবং চার চাকার কারে তালাশি চালিয়ে বোকাজান পুলিশ এই সাফল্য লাভ করেছে। এর সঙ্গে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
প্রাপ্ত খবরে প্রকাশ, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার মধ্যরাতে প্রথমে বোকাজান মহকুমার অন্তৰ্গত অসম-নাগাল্যান্ড সীমান্তবর্তী পুরনো লাহরিজান পুলিশ চেকপোস্টে অবস্থান করে পুলিশের এক দল। বোকাজান মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) জন দাসের নেতৃত্বে লাহরিজান পুলিশ ওয়াচপোস্টের তিন এসআই লুৎফুর রহমান, বিতোপন চুতিয়া ও হীরকজ্যোতি দাসকে নিয়ে পুলিশের দল চেকপোস্টে ওৎ পেতে বসেন। তথ্য অনুযায়ী এক সময় এমএন ০৬ বি ১৩৪১ নম্বরের একটি যাত্ৰীবাহী বাস আসলে তাতে তন্ন তন্ন করে তালাশি চালানো হয়। তালাশি চালিয়ে বিপুল পরিমাণের ড্ৰাগস বাজেয়াপ্ত করে পুলিশের দল। বাসটি মণিপুর থেকে ডিমাপুর (নাগাল্যান্ড) হয়ে গুয়াহাটি যাচ্ছিল।
বোকাজান মহকুমা পুলিশ সূত্রে জানা গেছে, তালিশি চালিয়ে একটি ব্যাগে ২৭টি সাবান কেস ভরতি ৩৩৯.১৬ গ্রাম সন্দেহজনক হেরোইন অভিযানকারীরা বাজেয়াপ্ত করেছেন। বাজেয়াপ্তকৃত ড্ৰাগসগুলির আন্তর্জাতিক বাজার মূল্য কম পক্ষে ২.০০ কোটি হবে বলে ধারণা পুলিশের। এর সঙ্গে মণিপুরের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা জনৈক আজাদ খান (২৩)-কে হেরোইন পাচারের অভিযোগে আটক করা হয়েছে।
এদিকে আরেকটি চার চাকার কারে অভিযান চালিয়ে ৬৪ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশের ওই একই দল। এর সঙ্গে একজনকে আটক করা হয়েছে। তবে তার নামধাম এখনও জানা যায়নি। পৃথক অভিযানে বাজেয়াপ্তকৃত ড্ৰাগসগুলির আন্তর্জাতিক বাজার মূল্য কম পক্ষে ২.৬৫ কোটি হবে বলে ধারণা পুলিশের।