Illegal trade in fuel oil : চুড়াইবাড়িতে জ্বালানি তেলের বেআইনী বাণিজ্য চলছে রমরমা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১১ সেপ্ঢেম্বর৷৷ উত্তর জেলার চুরাইবাড়ি থানা এলাকা অবৈধ জ্বালানি তেল ও নেশার স্বর্গ রাজ্যে পরিনত হয়েছে৷ চুরাইবাড়ি থানা এলাকাতে অবৈধ পেল্ট্রল ও বিলেতি মদের রমরমা বানিজ্য চলছে৷ চুরাইবাড়ি এলাকাতে প্রকাশ্যে অবৈধ জ্বালানি তেল বাণিজ্য সহ বিলেতি মদের বানিজ্য চললেও চুরাইবাড়ি থানার পুলিশ অবৈধ কারবারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না৷রাজ্যের প্রবেশদ্বার হল চুরাইবাড়ি৷ বহিঃ রাজ্য থেকে প্রতিদিন নানা দ্রব্য সামগ্রী গাড়ি বোঝাই করে রাজ্যে আসে৷রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়িতে রয়েছে চেক পোষ্ট৷


এই চেক পোষ্টে বহিরাজ্যে থেকে আসা গাড়ি গুলিকে চেকিং করে রাজ্যে প্রবেশের ছাড় পত্র দেওয়া হয়৷ চুরাইবাড়ি চেক পোষ্টে পরিবহন দপ্তর,বিক্রয়কর দপ্তর ও পুলিশের ছাড় পত্র নিয়ে বহিঃ রাজ্য থেকে আগত গাড়ি গুলিকে রাজ্য প্রবেশের অনুমতি দেওয়া হয়৷গাড়ির চালকরা সরকারী নিয়ম কানুন মেনে রাজ্যে প্রবেশ করতে গিয়ে বেশ কয়েক ঘন্টা কেটে যাচ্ছে৷ আর এই সুযোগকে কাজে লাগিয়ে চুরাইবাড়ি এলাকায় অবৈধ কারবারীদের স্বর্গ রাজ্য হয়ে উঠেছে৷বর্তমানে চুরাইবাড়ি থানা এলাকাতে পেল্ট্রলের রমরমা বানিজ্য চলছে৷বহিঃ রাজ্য থেকে আগত পেট্রপন্য বহনকারি গাড়ির গুলির বেশির ভাগের সাথে পাচারকারীদের যোগাযোগ রয়েছে৷পেট্র পন্যবাহি গাড়ি গুলি বিশেষত পেট্রল বাহি গাড়ি গুলি সন্ধ্যা রাতে রাজ্য প্রবেশ করে প্রেমতলা এলাকাতে চলে আসে৷ প্রেমতলা এলাকার জনৈক ব্যাবসায়ী গাড়ি গুলি থেকে পেল্ট্রল নামিয়ে নেয়৷পেল্ট্রলের বদলে গাড়ি গুলির ট্যাঙ্কিতে কেরসিন তেল ডুকিয়ে দেওয়া হয়৷


সংবাদ সূত্রে প্রকাশ,পেল্ট্রল পাচারকারিরা গাড়ির চালকদের কাছ থেকে প্রতি লিটার পেল্ট্রল পঁয়ষট্রি থেকে সওর টাকা দরে বিক্রি করে৷পাচারকারিরা সেই তেল খুচরা বিক্রেতাদের কাছে আশি টাকা থেকে পঁচাশি টাকা দরে বিক্রি করে৷আবার খুচরা বিক্রেতারা নববই টাকা থেকে পঁচানববই টাকা দরে খোলা বাজারে বিক্রি করছে৷অর্থাৎ সরকার অনুমোদিত পেল্ট্রল পাম্প গুলি থেকেও কম দামে খোলা বাজারে বিক্রি হচ্ছে পেল্ট্রল৷ তাছাড়া প্রতিদিন গভীর রাতে চুরাইবাড়ি থানাধীন প্রেমতলা,শনিছড়া, চুরাইবাড়ি রেল স্টেশন ও শনিছড়া সংলগ্ণ এলাকাতে বহিঃ রাজ্য থেকে আগত পেল্টল বাহি গাড়ি গুলি থেকে জলের পাম্প মেশিনের মাধ্যেমে পেল্টল নামানো হয়৷ চুরাইবাড়ি থানা এলাকাতে পেল্ট্রলের অবৈধ বানিজ্যের পাশাপাশি চলছে অবৈধ মদের রমরমা বানিজ্য৷ মেঘালয় রাজ্যে বিলেতি মদের দাম অনেকটাই কম৷আর বিলেতি মদের দাম কম হবার ফলে পাচারকারিরা অবৈধ উপায়ে মেঘালয় রাজ্যে থেকে গাড়ি বোঝাই করে মদ নিয়ে রাজ্যে আসছে৷আর চুরাইবাড়ি থেকে জেলার বিভিন্ন প্রান্তে সেই মদ সরবরাহ করা হয়৷


তাছাড়া চুরাইবাড়ি সেইলটেক্স সংলগ্ণ এক দোকানদার দোকানের আড়ালে বিলেতি মদ রাজ্যের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছে৷ পাশাপাশি চুরাইবাড়ি থানাধীন ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের পাশের ধাবা ও লাইন হোটেল গুলিতে চলে মদের রমরমা ব্যবসা৷ এছাড়াও প্রেমতলা,চুরাইবাড়ি রেলস্টেশন,চুরাইবাড়ি সেইলটেক্স, চান্দপুর,শনিছড়া ইত্যাদি এলাকা মদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে৷চুরাইবাড়ি থানার পুলিশ সবকিছু জেনে শুনেও মোটা অঙ্কের মাসোহারায় ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে৷ অবশ্য মাঝেমধ্যে পুলিশ লোক দেখানো অভিযান চালিয়ে চুনপুঁটিদের গ্রেপ্তার করলেও পাচার বানিজ্যের রাঘববোয়ালদের বিরুদ্বে কোন পদক্ষেপ নিচ্ছে না৷তাই সানীয় জনগণ দাবি তুলছেন অবৈধ জ্বালানি তেল পেট্রল ও মদের রমরমা বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের৷ অন্যথায় সানীয় জনগণ চুরাইবাড়ি থানার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *