Ruling party activists attacked : উদয়পুরে আবারও আক্রান্ত শাসক দলের কর্মী, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৯ আগস্ট৷৷ আবারো শাসক দলের নেতার উপর হামলা৷ এবার ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়৷আহত শাসক দলের কর্মী নেতার নাম অজিত পোদ্দার৷


ঘটনা আজ বিকালে রাজনগর পঞ্চায়েতে৷ সি পি এম কর্মী গোপাল দেবনাথের সাথে কোন একটা বিষয় নিয়ে এক বুথ টুয়েন্টি ইয়ুথএর সভাপতি অমিত পোদ্দারের কথা কাটাকাটি হয়৷ কথা কাটাকাটি থেকে হাতাহাতি, তারপর বাঁশ দিয়ে অজিত পোদ্দারের ওপর হামলা করে বাম কর্মী গোপাল দেবনাথ৷ পরবর্তী সময়ে অজিত পোদ্দারকে উদয়পুর ত্রিপুরেশ্বরী মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এই ব্যাপারে অজিত পোদ্দার রাধাকিশোরপুর থানায় একটি মামলা দায়ের করেন৷ এই ঘটনায় শাসক দলীয় কর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন৷ এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷