নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ আগস্ট৷৷ ভোট আসে ভোট যায়৷ গরিব মানুষদের দুঃখ-দুর্দশা গুলি কি আজও সুখে রূপ রেখাই গিয়ে পৌঁছেছে৷ ওই দুঃখ দুর্দশাগ্রস্ত এলাকাগুলিতে পরিদর্শন করলেই বাস্তব চিত্র পরিলক্ষিত হয়৷ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কয়েক মাস কেটে গেলেও জনজাতি এলাকাগুলিতে গিরিবাসী দের দৈনতা সহ একাধিক সমস্যায় জর্জরিত বর্তমানেও৷ জেলা পরিষদ প্রশাসন ওইসব সমস্যাগুলির ব্যাপারে ওয়াকিবহাল থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে সমস্যাগুলি দূরীকরণে প্রচেষ্টা চালাচ্ছে না বলে অভিযোগ৷ এলাকাগুলিতে রাস্তা ঘাট সহ বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য পরিষেবা বর্তমানেও তথৈবচ৷
ঘটনা মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীনে উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের কমল সিং পাড়া৷ এলাকার গিরি বাসীদের বক্তব্য থেকে জানা যায় এই কমল সিং পাড়ায় ৫০/৬০টি জনজাতি পরিবারের বসবাস৷ তাদের আসা যাওয়ার মাধ্যম জরজরি ছড়া পথে এবং বাঁশের সাঁকোর উপর দিয়ে পারাপার হয়ে যাতায়াত করতে হচ্ছে নিজেদের জীবন বাজি রেখে৷ ওই সব মানুষজনরা কোন অসুস্থ রোগীকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসতে হলে বাঁশের সাঁকোর উপর দিয়েই অসুস্থ রোগীকে নিয়ে আসতে হয়৷ অথচ জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে বাম রাম এবং ত্রিপরা মথা দলের নেতৃত্বরা রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস দিলেও, ওইসব উন্নয়ন অধরা জনজাতি গিরি বাসীদের কাছে৷ দৈন্যতা এবং দুভর্োগ তাদের নিত্যসঙ্গী৷ স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেলেও উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের কমল সিং পাড়ার রাস্তাঘাট বর্তমানে ও নির্মাণ করা হয়নি৷অথচ তেলিয়ামুড়া শহর থেকে কমল সিং পাড়ার দূরত্ব পাঁচ থেকে ছয় কিলোমিটার৷
এলাকাবাসীরা বাধ্য হয়ে ছড়ার জলপথেই আসা যাওয়া করতে হচ্ছে৷ বর্ষার দিন গুলিতে ছড়ার জল বৃদ্ধি পেলে বাঁশ দিয়ে অস্থায়ী সাঁকো অথবা কাঁদে বার বহন করে অসুস্থ রোগীকে নিয়ে আসা যাওয়া করতে হয় তাদের৷ এমনকি এই ছড়ার মধ্যে দিয়ে সুকল পড়ুয়া ছাত্র ছাত্রীরা যাতায়ত করতে হচ্ছে বছরের পর বছর ধরে৷ অনেক সময়ই এর ছড়া পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তো হয়েছে বলে অভিযোগ করে জানান ওই এলাকার মানুষেরা৷এক নিদারুন সমস্যা৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ প্রশাসন এই এলাকার উন্নয়ন নিয়ে অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে বলে অভিমত বিভিন্ন মহলের৷ তবে কবে নাগাদ ওই এলাকার জনজাতি অংশের মানুষদের দুঃখ-দুর্দশা সুখে বাস্তব রূপ নেবে সেটাই এখন দেখার বিষয়৷

